নজরুল ইসলাম আজাদ এর জন্মদিন উপলক্ষে জাকির হোসেন সেন্টুর উদ্যোগে মিলাদ ও দোয়া

142

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১২ডিসেম্বর )বাদ আসর দেওভোগ খানকা শরীফ মাদ্রাসায়, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টুর উদ্যোগে আয়োজন করা হয়

এসময়ে মিলাদ ও দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নজরুল ইসলাম আজাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতি মোঃ শরীফ।

উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন-ফরিদ হোসেন, আনিসুর রহমান,যুবদল নেতা জে বি এন সালাউদ্দিন,জহির উদ্দিন,

পারভেজ, কামাল হোসেন,কবির খাঁ, মোঃ নাজমুল, মোঃ জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম সুমন,মোঃ মোতালেব হোসেন,মোঃজাহাঙ্গীর, মোঃরিরন,যুবদল নেতা রুবেল হােসেন, তানভীর হােসেন,আলম,সুমন,রিদয়,মইন,নাজিম শেখ, মাইনুদ্দিন,মোঃ নাজমুল হোসেন, জসিম, মোঃ আপন, মোঃ মিজু, নাঈম মেরাজ, সোহান, শয়ন, অনয়, রেজওয়ান প্রমুখ।