স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতাকর্মীরা মনে করেন প্রার্থী হিসাবে মনির হোসাইন কাসেমী খুবই দূর্বল এবং প্রতিক হিসাবে খেজুর গাছ আরো দুর্বল। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনটি বিএনপির ঘাটি। আর এই ঘাটিতে যেকোনো কারনেই হোক এই মনির হোসাইন কাসেমীকে দেয়া হচ্ছে বিএনপির সমর্থন । আর তাকে সমর্থন দেয়ার কারনে এই আসনে নিজ দল থেকে কোনো প্রার্থী দিচ্ছে না বিএনপি। ফলে এসব কারন আসনটিতে বিএনপির মনোনয়ন চাইছেন শিল্পপতি মোহাম্মদ আলী এবং শাহআলম। তারা নির্বাচন করার ব্যাপারে অনঢ় অবস্থান নিয়েছেন। তাই মনির হোসাইন কাসেমী বুঝতে পারছেন এসব হেভীওয়েট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে খেজুর গাছ প্রতিক নিয়ে জিততে পারবেন না তিনি। তাই এবার তিনি ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করার স্বিদ্ধানত নিয়েছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি দল ত্যাগ করার স্বিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতিক নেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন। কারন খেজুর গাছ প্রতিক নিয়ে নির্বাচন করলে তার জামানত থাকবে না বলেই অনেকে মনে করেন। তাই খুব শিগগিরই তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতিক নিয়ে মাঠে নামবেন বলে জানা গেছে।




