ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নসহ বিভিন্ন দাবিতে পুজা উদযাপন পরিষদের মানববন্ধন

102

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন গঠন এর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মহানগর পুজা পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস। মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাসের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, সোনারগাঁ পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।