দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ১৬নং ওয়ার্ডে দোয়া 

2

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরীর নয়া পাড়া এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, এবং ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ।

মাহফিলে আরও অংশ নেন মহানগর বিএনপি সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, বিশিষ্ট সমাজসেবক আহসান আল হোসেন ববি, সুজন মাহমুদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সম্রাট হোসেন আকাশ ও দর্পন প্রধান।

সংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মাহাবুব, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, বিএনপি নেতা মেহেদী হাসান ও আরমান হোসেন লিখনসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।