দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোয়াজ্জেম হোসেন মন্টির গভীর শোক ও দুঃখ প্রকাশ…

29

l

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, আজ এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এক শোক বার্তায় মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক আপোষহীন ইতিহাসের নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা এবং চারণকবির মতো দেশজুড়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দেয়ার নজির জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারী শিক্ষা, অর্থনৈতিক সংস্কার এবং দেশের উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তা আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। তাঁর মৃত্যুতে আমরা কেবল একজন প্রিয় নেত্রীকেই হারাইনি, বরং জাতি তাঁর মাথার ওপর থেকে এক নির্ভরতোগ্য অভিভাবকের ছায়া হারাল। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দেন।”

 মন্টি, আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগের মহিমা প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে বেঁচে থাকবে এবং তাঁর দেখানো পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রুহের শান্তি কামনা করেন।