দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

146

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। এতে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন এবং অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।

উক্ত আয়োজনে আরও অংশ নেন ফতুল্লা থানা শিল্পাঞ্চল  শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম (মাতবর), সাধারণ সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম আনিসুর রহমান এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।