ফার্স্ট নিউজ রিপোর্ট :
জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসাইন কাসেমীকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে দশ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশটি নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।
জনাব,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ ফোরামের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে এই করণ দর্শানোর নোটিশ প্রদান করা হচ্ছে। উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে আপনার সংশ্লিষ্টতা অত্যন্ত সীমিত ছিল এবং দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও দলীয় নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে আপনার ভূমিকায় ধারাবাহিক ঘাটতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে সময়মতো বক্তব্য না দেওয়া, প্রয়োজনীয় যোগাযোগে অনীহা এবং পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকা—এসব বিষয় দলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে।
এসব আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা লিখিতভাবে জানাতে আপনাকে এই করণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো। নোটিশ পাওয়ার তারিখ থেকে ১০ (দশ) দিনের মধ্যে আপনাকে দলের মহাসচিব বরাবর লিখিত জবাব প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সাদর সম্ভাষণে,
[মাওলানা মাহমুদুল হাসান আশরাফী]
সহ-সভাপতি (ভারপ্রাপ্ত মহাসচিব)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
তারিখ: ০৮/১২/২০২৫ খ্রি.




