তৌহিদি জনতা বাতিলকে ছাড় দেয়নি এবং কখনো দিবেনা – মাওলানা আব্দুল আউয়াল 

79

 

খুনি সাদপন্থিদের হাজ্বীগঞ্জ নতুন রাস্তা সংলগ্ল মার্কাজ মসজিদ স্থাপন বন্ধ করা এবং তাদের কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বাদ জুম্মা হাজ্বীগঞ্জ নতুন রাস্তা সংলগ্ন সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের আমীর, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেন, এখানে সামান্য কিছু লোক উপস্থিত হয়েছে। কারন আমাদের এ সমাবেশ হঠাৎ করে করার সিদ্ধান্ত নেয়া হয়৷ তারা এখানে হক মসজিদের বিপরীতে আরও একটি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছে, আর এটাই হলো মসজিদে জেরার। যারা ইজতেমায় আমাদের ভাইদের হত্যা করেছে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এ কাজ করছে। আমি বলবো যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তারা পিছনে চলে আসুন। নারায়ণগঞ্জের ডিসি ও এসপি নতুন, এখানকার ম্যান্ডেট বুঝতে হবে। তৌহিদি জনতা বাতিলকে ছাড় দেয়নি এবং কখনো দিবেনা। নারায়ণগঞ্জের তৌহিদি লক্ষ লক্ষ তৌহিদি জনতা যেভাবে শাপলা চত্বরে জমায়েত হয়েছিলো, যদি এখানে মসজিদ করার চিন্তা করে তাহলে শীতলক্ষ্যায় তুলে নিয়ে ফেলা হবে। তারা পায়তারা করছে আমাদের পর ইজতেমা করবে। আমাদের পরে সেখানে আর কোন ইজতেমা সেখানে হবেনা। প্রয়োজনে লংমার্চ করে প্রতিহত করা হবে। শুধু ঘাম ঝড়ালে হবেনা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জে তাদের কোন স্থান হবেনা। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে চলে আসবেন।

হাজ্বীগঞ্জ মাদ্রাসার মোহতামিম মাওলানা ইমরান আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদীর, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা জুনাইদ, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মাহামুদ হাসান কাসেমী, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসের কাসেমী, হেফাজত নেতা মুফতি হারুন-উর-রশিদ, মীর আহাম্মদ উল্লাহ,  চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব আব্দুর রহীম, রসুলবাগ মাদ্রাসার খতিব রাকিবুল ইসলাম, মাওলানা মিজাুনর রহমান, আনোয়ার হোসাইন মাদানী, মুফতি ফয়জুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।