প্রিপারেটরী স্কুলে ‘ডিসি রাব্বী ভবন’ প্রসঙ্গে...

ঢাকা বিভাগীয় কমিশনারের সামনে যা বললেন বর্তমান জেলা প্রশাসক

165
‘ডিসি রাব্বী ভবন’ প্রসঙ্গে যা বললেন বর্তমান জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

সরকারী সফরে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। গতকাল সোমবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন এ কর্মকর্তা।

পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবন, ডিসি থিম পার্ক ও নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রিপারেটরী স্কুল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীরা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তার সাথে কথা বলতে না দিয়ে জেলা প্রশাসক নিজেই কথা বলেন। এসময় স্কুলের নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন ভবন সাবেক জেলা প্রশাসকের নামে নামকরণ করার বিষয়ে প্রশ্ন করতে চাইলে বর্তমান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, এটা যখন নামকরণ করা হয়েছিলো তখন আপনারা কি করেছেন? তখন কেন প্রতিবাদ করেননি। ৩জন ডিসি বদলী হয়েছে, এখন এ বিষয়ে কেন বলছেন আপনারা? তাছাড়া স্কুলটিতো জেলা প্রশাসকই পরিচালনা করে, সেক্ষেত্রে নতুন একটি ভবনের নাম জেলা প্রশাসকের নামে হলে সমস্যা কি তাতে।

পরে তারা বন্দরের সমরক্ষেত্রে স্মৃতিসৌধ নির্মাণ কাজ, মাতৃসদন ও বন্দর ইউনিয়ন ভুমি অফিসও পরিদর্শন করেন।

উল্লেখ, ২০১৮ সালের ৩১জুলাই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রিপারেটরী স্কুলের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি নতুন ভবন নিজের নামে নামকরণ করেন তৎকালীণ জেলা প্রশাসক রাব্বী মিয়া। ভবনটির উদ্বোধন করেছিলেন তারই সহধর্মিনী নাজমুন নাহার। যদিও বিষয়টি তখন খুব একটা প্রকাশ্যে আসেনি।

তবে, গত বছরের নভেম্বরে ঐতিহ্যবাহী এ স্কুলটির নাম পরিবর্তন করে “নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরী স্কুল” নামকরণ করেন বর্তমান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তখন ক্ষোভে ফেটে পড়েন স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ বিষয়ে একই বছরের ১৮ই নভেম্বর মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসকদের কড়া সমালোচনা করেন স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। একইসাথে প্রাক্তন অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও ক্ষোভ প্রকাশ করেন।

ঐ মানববন্ধনের সময়ই মূলত ডিসি রাব্বী ভবনের বিষয়টি প্রকাশ্যে আসে। মানববন্ধনে আইভীসহ প্রাক্তন শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, অবকাঠামোগত উন্নয়নের আওতায় স্কুলের নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন ভবনের নামকরণ সাবেক জেলা প্রশাসকের নামে কেন নামকরণ করা হবে? ভবনটি স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক আয়েশা জালালের নামে নামকরণ করার দাবিও জানিয়েছিলেন তারা।