জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে না:গঞ্জ মহানগর বিএনপি’র মৌন মিছিল

74

 

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নগরীর  মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনের সড়কে   কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এসময় মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খাঁন টিপু।

শোক মিছিলে  উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড, জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খাঁন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য এ্যাড, রফিক উদ্দিন  আহমেদ, নারায়নগঞ্জ সদর থানার সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এ্যড,এইচ এম আনোয়ার প্রধান,বন্দর উপজেলার সভাপতি মাজহারুল ইসলাম হিরন, হারুন উর রশিদ, বন্দর থানার সভাপতি শাহেন শাহ আহমেদ, নাজমুল হক রানা,  মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রানা,মহিলা দলের  আহ্বায়ক দিলারা মাসুদ ময়না,  মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, ১৩নং- ওয়ার্ড সাধারণ সম্পাদক হিরা সরদার, আলীর টেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, গোকনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজি, নজরুল ইসলাম, সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খাঁন বলেন, জুলাই বিপ্লবকারীদের মধ্যে আজ বিভেদ দেখা যাচ্ছে। যার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর প্রমাণ আমরা পেয়েছি গোপালগঞ্জে।

তিনি বলেন  যারা জীবন দিয়ে আন্দোলন করেছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি  এখনই সময় সবাই ঐক্যবদ্ধ হবার। ফ্যাসিস্টদের বাংলার মাটিতে পুনর্বাসনের সুযোগ আমরা দেব না।

মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ জিয়ার পরিবার ও মহানগর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আন্দোলন এখোনো শেষ হয়নি, আমার রাজনৈতিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনা আমরা আন্দোলন চালিয়ে যাবো।