জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরও বেশী শক্তিশালী : এড. দিপু

120
জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশী শক্তিশালী : এড. দিপু

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেছেন, আজকের এই দিনে কতিপয় দুস্কৃতিকারীদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। এই দিনটিতেই বাঙ্গালী জাতির সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, কলঙ্কময় এক অধ্যায় রচিত হয়। ঘাতকেরা সেদিন ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই মনে হয়, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু ঘাতকেরা সেদিন বুঝতে পারে নি, এভাবে বঙ্গবন্ধুকে শেষ করা যাবে না। কেননা জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশী শক্তিশালী।

গতকাল সোমবার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ২নং রেল গেইটস্থ নাসিক পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো শেখ মুজিবকে হত্যা করলেই শেষ বাঙ্গালী জাতি। কিন্তু ওরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার চেতনাকে হত্যা করতে পারে নাই। তাই তো আজ বলতে হয়, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারই কণ্যা, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশবাসীর উন্নয়নে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড তথা ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে গড়ে তুলতে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন। তাই আমি সকালের প্রতি উদাত্ত আহবান রাখবো নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভুমিকা রেখে জননেত্রী হাতকে শক্তিশালী করুন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, আব্দুল কাদির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ নিজাম আলী, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাসানী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।