জিমখানায় খাজা মঈনুদ্দিন চিন্তী (রঃ) এর ওরশ উপলক্ষে ১৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও নাতে রাসূল (সঃ) অনুষ্ঠিত

74

বিশেষ প্রতিনিধি : সুলতানে হিন্দ আতায়ে রাসুল (সঃ) হযরত খাজা মঈনুদ্দিন চিন্তী (রঃ) এর ওরশ উপলক্ষে ১৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও নাতে রাসূল (সঃ) অনুষ্ঠিত হয়।

 

সোমবার ১৯ শে জানুয়ারী ২০২৬ইং দিবাগত রাতে  নারায়ণগঞ্জ শহরের গাউসিয়া সুন্নিয়া মক্তবখানা সংলগ্ন লেক পার্ক, নতুন জীমখানা রোড এলাকায় এ বাৎসরিক ওয়াজ মাহফিল ও নাতে রাসূল (সঃ) অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা সৈয়দ মোঃ বাহাদুর শাহ্ মোজাদ্দৌ আল আবেদী (মাঃ জিঃ আঃ) চেয়ারম্যান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, অন্যতম সদস্য-মজলিসে গুরা, আহলে সুন্নাত ওয়াল জামাআত, পীর সাহেব ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল এর আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ,  নারায়ণগঞ্জ সদর থানা জাসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক সনেট আহম্মেদ, গাউছিয়া সুন্নিয়া মক্তবখানার সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, বাংলাদেশ প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আক্তার হোসেন অপু, সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতী, ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো আল আমিন।

 

 সভাপতিত্ব করেন, গাউছিয়া সুন্নিয়া মক্তবখানা ও দাফন কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। মাহফিল পরিচালনা করেন, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ হৃদয় ও মোঃ বাপ্পি।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আল মামুন খাঁন, মোঃ চঞ্চল, সাবেক ফুটবলার মোঃ জামান, মোঃ সোহেল, মোঃ রাজা, মোঃ জয়নাল মীর।

 

সার্বিক তত্বাবধানে- মোঃ কবির হোসেন, মোঃ আলী হোসেন, মোঃ রাজু, মোঃ মোক্তার, মোঃ ইউনুস সরদার, রাফসান জানি মৃদুল, মোঃ সিরাজ।

অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ গোলাম মোস্তফা ও মোঃ নাঈম। আয়োজনে ছিলেন, মোঃ মানিক, মোঃ রতন, মোঃ শান্ত, মোঃ সুজন, মোঃ রাতুল, মোঃ জুম্মান, মোঃ হিরো, মোঃ রায়হান প্রমুখ।

ওয়াজ ও দোয়া মাহফিল শেষে  নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন দাওয়াতে ইসলামি বাংলাদেশ।