জাল দলিল তৈরির অপরাধে স্বামী-স্ত্রীর সাজা

154
জাল দলিল তৈরির অপরাধে স্বামী-স্ত্রীর সাজা

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

সম্পত্তি আত্মসাত করতে ভুয়া আম মোক্তার নামা তৈরি করায় দুইজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌস। একইসাথে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্ডাইলের শিতাবর (৪৩) ও তার স্ত্রী হাজের বেগম (৩১)। সি আর মামলা ৫১৯/২০১৩ এর শুনানীর দিন আসামীদের বিরুদ্ধে আনীত ধারা-৪৬৮ পেনাল কোড, ১৮৬০ ও ধারা-৪৭১ পেনাল কোড, ১৮৬০ এর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা প্রদান করা হয়।

এছাড়া এ মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে এ মামলার রায় থেকে খালাস প্রদান করে আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, আব্দুল আজিজ হাওলাদার, মো. মোক্তার হোসেন হাওলাদার, মো. সোহরাব হোসেন, মো. শরিফ মিয়া, মোসা. সামছুন্নাহার, মোসা. মোসেদা বেগম, মোসা. দেলোয়ারা বেগম, মোসা. তাছলিমা আক্তার, মো. মোস্তফা মিয়া, মো. খোরশেদ আলম, মো. মোহসিন, মোসা. রহিমা বেগম, মোসা. ছালেহা বেগম।