জাতীয় শোক দিবসে আইনজীবী সমিতির মিলাদ, দোয়া ও আলোচনা সভা

117
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আইনজীবী সমিতির মিলাদ, দোয়া ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

মহান স্বাধীণতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতির ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য শামীম ওসমান

আলোচনায় শামীম ওসমান সকলকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছে। সামনে সময় খুব একটা ভালো না। বর্তমানে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশী হচ্ছে। ঐক্যের চেয়ে কোন্দল বেশী হচ্ছে। কিছু লোক কোন্দল লাগিয়ে রাখার জন্য চেষ্টা করেন। তাই বলছি, প্রস্তুতি নেন সবাই। প্রস্তুতি নেন, হাওয়ায় গাঁ ভাসিয়ে দিয়েন না।

সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় এতে বিশেষ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভুইয়া, এড. মাসুদুর রউফ, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, বর্তমান পিপি এড. বুলবুল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, ছাত্রলীগ নেতা রাফেল প্রধান প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু দোয়ায় শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ নিহত সকলের রূহের মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।