বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, আসলে গত ১৫ই জুলাই কেন্দ্র ঘোষিত আমার এ প্রোগ্রামটি করার কথা ছিলো কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সেদিন এ প্রোগ্রামটি করতে পারেনি। তাই আজ আমি এ প্রোগামটি করছি।
তিনি বলেন, কিছুদিন আগে দেখেছি জামায়াত-শিবির আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের অভিভাবক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচার চালিয়েছে। কারণ, তারা ষড়যন্ত্র করছে যাতে আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে না পারে। এ রাজাকারের দলটি মূলত ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আর তাই তারা অরাজকতার মধ্যদিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। আপনারা হয়তো ভুলে গিয়েছেন, আমরা দীর্ঘ ষোল থেকে সতেরোটি বছর ফ্যাসিস্টদের নানা ষড়যন্ত্র আর অরাজকতা পরিস্থিতি মোকাবেলা করে এ পর্যন্ত এসেছি। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এখনও সময় আছে সাবধান হয়ে যান। কেননা, আমাদের সাথে ষড়যন্ত্র করে ওই ফ্যাসিস্টরা টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।
তিনি আরও বলেন, এ শহরে গডফাদার শামীম ওসমানের বসবাস ছিলো। আমরা তার রক্তচক্ষুকে ভয় করেনি। তার সামনেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলন করেছি, রাজপথে স্লোগান দিয়েছি। তাই আবারও বলছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। জাতীয়তাবাদী দল কোন দুর্বল সংগঠন নয়। দেশের বৃহত্তর রাজনৈতিক দল এ বিএনপি।
সবশেষ তিনি জাকির খানের জন্য দোয়া প্রার্থণা করে তার বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে থাকা নেতাকর্মীরা তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গোটা শহর। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান শরীফ, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা শাহীন আহমেদ, জনি দেওয়ান, আনোয়ার গাজী, মোজাম্মেল হোসেন, মো: জালাল, সুমন দেওয়ান, লিটন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সামছুল জামান টনি, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো: খোকন, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো: জিহাদ, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সুমন প্রমূখ।




