আবারও গ্যাস সংকটে না.গঞ্জ শহর ও ফতুল্লাবাসী...

গ্যাসের অভাবে ঘরে ঘরে রান্না বন্ধ, খাবার কষ্টে সাধারন মানুষ

189

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ :

নারায়ণগঞ্জে আবার গ্যাস সংকট শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে গোটা নারায়ণগঞ্জ শহর এবং ফতুল্লা থানা এলাকায় রান্নার চুলায় গ্যাস থাকছে না। ফলে এই সংকটের কারনে ঘরে ঘরে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। খাবার রান্না করতে পারছে না মানুষ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তাদের এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। ফলে ওই এলাকায় ভাত রান্না করতে পারছে না মানুষ। এতে তাদেরকে খাদ্য কষ্টে ভুগতে হচ্ছে। মুদি দোকান থেকে বিস্কুট কিনে খেয়ে বেঁচে থাকতে হচ্ছে।

তিনি আরো বলেন, বছরের পর বছর ধরে গ্যাসের এই অবস্থা বিরাজ করছে। দু’দিন গ্যাস থাকেতো আবার দু’দিন থাকে না। তাই তাদের কষ্টেরও কোনো সীমা থাকে না। কারণ মানুষকে বেচে থাকতে হয় রান্না করা খাবার খেয়ে। রান্না না করে কাঁচাতো আর খাওয়া যায়না। তিনি বলেন, গ্যাসের এই অবস্থার একটি অবসান হওয়া দরকার। কারন তাদের প্রতি মাসেই মোটা অংকের গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। এখন চুলা প্রতি ১০৮০ টাকা করে পরিশোধ করতে হচ্ছে। বিল না দিলে লাইন কেটে দেয় কর্তৃপক্ষ।

একই রকম অভিযোগ করেন ফতুল্লা থানার ইসদাইর এলাকার মুরুব্বী মিছির আলী। তিনি ফতুল্লা ইউনিয়ন আ্ওয়ামী লীগের সভাপতি। তিনি এই প্রতিনিধিকে টেলিফোন করে জানান, তার নিজের এলাকা ইসদাইরে একেবারেই গ্যাস থাকে না। ফলে গত কয়েকদিন ধরে খাবার রান্না করা নিয়ে চরম বিপাকে রয়েছেন তারা। তিনি বলেন মাসে মাসে বিল না দিলে গ্যাস লাইন কেটে দিতে বিলম্ব করে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অথচ বিনা নোটিশে দিনের পর দিন গ্যাস থাকে না। ফলে ওই এলাকায় ঘরে ঘরে ভাত রান্না হয় না। তাই এই সমস্যার স্থায়ী সমাধান চান তিনি ও তার এলাকাবাসী।

এদিকে এ বিষয়ে জানতে গতকাল তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমানকে টেলিফোন করা হলে তিনি ফোন ধরেননি। ফলে কেনো এভাবে গ্যাস সংকট চলছে এ ব্যাপারে অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি।