খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় ৬,ও ৯ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ ও দোয়া

86

 

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফতুল্লায় আয়োজিত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও এনায়েतनগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গাবতলী এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, বিএনপি নেতা শহীদুল হক শহীদ, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল ইসলাম সেলিম, যুবদল নেতা সাগর সিদ্দিকী প্রমুখ।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “এই গত আগস্টেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই পতনের ক্ষেত্রে প্রায় ২০০০ ছাত্র-জনতা নিজেদের মহামূল্যবান জীবন আত্মত্যাগ করেছে। সেই সমস্ত বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” তিনি স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন। উনার নির্দেশনা অনুযায়ী, জন্মদিনের আনন্দ-উৎসব না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবেই আমাদের এই ছয় ও নয় নম্বর ওয়ার্ড বিএনপি এই উদ্যোগ নিয়েছে।”

খালেদা জিয়া আপোষহীন নেত্রী

রাজিব বলেন, “আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করে গেছে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি শ্রদ্ধার আসনে রয়েছেন। মানুষের মাঝ থেকেই তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন।” তিনি বলেন, “উনার ছেলেদের হত্যা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, উনাকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু তিনি কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যান নাই। শত চেষ্টা করেও উনাকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষের শ্রদ্ধার আসন থেকে কেউ নামাতে পারেনি। এটাই আমাদের দলের সবচেয়ে বড় সম্পদ।”

রাজনীতি মানে ভোগ-বিলাস নয়, মানুষের সেবা করা

দলের নেতাকর্মীদের উদ্দেশে রাজিব বলেন, “রাজনীতি মানে ভোগ-বিলাস নয়, বরং নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। যেটা তারেক রহমানের কথা, সেটাই জাতীয়তাবাদী দলের কথা। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। নারায়ণগঞ্জের মানুষের যেকোনো প্রয়োজনে, দুঃখ-দুর্দশায় আমাদের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য্য হলো, নিজের মতামত প্রকাশ করতে পারা। আমরা সেই রাজনীতিই প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সমালোচনাকে স্বাগত জানানো হয় এবং ভুল ধরিয়ে দিলে তাকে বুকে জড়িয়ে ধরা হয়। কারণ সমালোচনা আমাদের আরও পরিশুদ্ধ করবে।”

ঐক্যবদ্ধভাবে জলাবদ্ধতা নিরসন ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে

স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে রাজিব বলেন, “ফতুল্লা অঞ্চলের জলাবদ্ধতা একটি বিরাট সমস্যা। আমি গত ১০-১২ দিন এই অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে পড়াশোনা করেছি। এই সমস্যার সমাধান কোনো একক ব্যক্তি বা সংস্থার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র, রাজনৈতিক দল, সামাজিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে একটি নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমেই ফতুল্লাবাসীকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।” তিনি আরও বলেন, “আমাদের চাওয়া একটাই, প্রত্যেক নাগরিক যেন তার নিজের ভোট স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। আমরা হিংসা-হানাহানির রাজনীতি পরিহার করে মানুষকে ভালোবেসে ও সম্মান করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে।”