খালেদা জিয়ার জম্মদিনে কাশিপুর ইউনিয়ন বিএনপির দোয়া

45

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কাশিপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ এশা কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো:হালিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ মানিক, ফতুল্লা থানার সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক শাকিল, কাশিপুর ইউনিয়ন,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মনির, কাশিপুর ইউনিয়ন  যুবদলের সদস্য সচিব রেজওয়ান শিকদার, থানা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মুকুল সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী নেত্রীবৃন্দ