ঐ ঘটনার সাথে আমাদের র‌্যালির কোন সম্পর্ক নেই – সোহেল

34

 

গত ৮ অক্টোবর কুধবার নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্বরত দুইজন ছাত্রকে লাঞ্চিত করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জহির আহমেদ সোহেল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়ায় এ সংবাদ সম্মেলন করেন জহির আহমেদ সোহেল।

তিনি সংবাদ সম্মেলনে জানান,  নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষে  শিক্ষার্থীরা নিরলস কাজ করে যাচ্ছে। আমরাও অধিকাংশ সময় তাদেরকে সহযোগিতা করি এবং নিজেরাও উদ্যোগ নিয়ে অনেক ধরনের কাজ করি। যাতে করে শহরটা যানজট মুক্ত থাকে।

গত বুধবার  আমাদের একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে আমাদের এলাকার এক ছোট ভাই দুলালের সাথে তাদের তর্ক হয়। সে সময় স্বেচ্ছাসেবকরা এক অটোচালকের মোবাইল ও সিট রেখে দিয়েছিলো বা যেকোন কারনেই হোক একটি সমস্যার সৃষ্টি হয় এবং এটা নিয়ে দুলালের সাথে তর্ক হয়। মূল বিষয়টি ঘটেছিলো দুলালের সাথে, সেটা নিয়ে আমাদের কারো সাথে কিছু ঘটেনি।

কিন্তু আমাদের স্থানীয় কিছু মিডিয়া এ ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করে আমাদের র‌্যালির সাথে সম্পৃক্ত করে ফেলেছে, যা খুবই দুঃখজনক। কারন ঐ ঘটনার সাথে আমাদের র‌্যালির কোন সম্পর্ক নেই। এমনকি সেসময় আমি বিষয়টি জানতে পেরে তাদের কাছে গিয়েছি এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দিয়েছি। গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আমি খারাপ কাজ করি তাহলে খারাপটাই লিখুন আর যদি না করি তাহলে কারো প্ররোচনায় পড়বেন না,খারাপ কিছু লিখবেন না।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ, মোজাম্মেল হক, রাব্বানী, সজিব আহমেদ, জামাল হোসেন, রকি সগ প্রমুখ