এরা আসলেই নাস্তিক, এরা চায় গন্ডগোল লাগাতে – সেলিম ওসমান

348

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

লাঙ্গলবন্দে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জাতীয় মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের। উৎসব উপলক্ষ্যে শুক্রবার (০৮ এপ্রিল) বিকেলে পূণ্যস্নান এলাকায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, চেম্বার অব কমার্স সভাপতি খালেদ হায়দার খান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, যারা সবচেয়ে অসহায় তারাই কিন্তু এখানে আসে। তাদের ভবিষ্যৎ যেন ভালো হয়, মেয়েটার যেন বিয়ে হয়, ছেলেটার যেন চাকরী হয় এসকল মানত করতে তারা এখানে আসে। এখানে এসে স্নান করে মনের আত্মাকে শান্তি দিয়ে তারা উপরওয়ালার কিছু অনেক কিছু চায়। উপরওয়ালার কাছে চাইতেই তারা এখানে আসে। আর এসকল মানুষের নিরাপত্তায় প্রশাসন যে কাজ করেছে তাতে আমি আনন্দিত।

তিনি বলেন, আজকে ১৫’শ পুলিশ সদস্য এখানে আছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা, আমরা নিজেরাই গন্ডগোল সৃষ্টি করি। গত পূজায় আপনারা দেখেছেন, হিন্দু-মুসলমান একটা গন্ডগোল করার জন্য ঠাকুরের কাছে গিয়ে একটা কোরআন শরীফ দিয়ে আসলো। এ ধরনের কিছু বিশ্রী মানুষ রয়ে গেছে, যাদের ধর্মটা হচ্ছে নাস্তিক। এরা আসলেই নাস্তিক, ওরা চায় একটা গন্ডগোল লাগায় দিতে। তবে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন্দর ইউএনও, বন্দর ওসিসহ সকলে একসাথে কাজ করছে। সকলের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, লাঙ্গলবন্দে প্রায় ১২’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এসেছে। আগামী পূণ্যস্নানের আগেই এ প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হবে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলাসহ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকেও লোক আসে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সারাবিশ্ব থেকে লোক এ স্থানটি দেখতে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।