এটিএম কামাল এর আয়োজনে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরাআন খতম ও দোয়া

123

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরাআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ‎
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর চাষাড়া মিশনপাড়া এলাকায় এটিএম কামাল এর বাসভবন ‎এ কোরাআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। ‎ ‎ ‎
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ‎ ‎ ‎ ‎
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি থেকে এটিএম কামাল এর বহিষ্কৃত আদেশ প্রত্যাহার হওয়াতে আমরা আনন্দিত। এটিএম কামাল নারায়ণগঞ্জ সহ বিএনপির উচ্চ মাপের একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা। বিএনপিতে তাকে ফিরে পেয়ে আমরা অনেকটাই আনন্দিত। বিএনপিতে ফিরে আসার পেছনে আমার অনে অবদান রয়েছে। এজন্য আমি সৌভাগ্যবান মনে করি। কারন কামাল ভাইয়ের মত লড়াকু নেতার কাছে আমরা কিছুই না। আমাদের অনেক কিছু কামাল ভাইয়ের কাছে শিখতে হবে। আমরা আশা করি কামাল ভাইয়ের মাধ্যমে জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। এবং তার নেতৃত্বের কারনে আমার তার পেছনে রাজনীতি করবো। আসলে তার বিএনপিতে ফিরে আসাটা কাকতালি মনে হলেও আমি সৌভাগ্যবান মনে করি। যখন তিনি বহিষ্কার হয়েছিলেন তখন থেকে বেভেছি যে তিনি আমার মাধ্যমে ফিরে আসবেন। কিন্তু আমার মাধ্যমে হবে কিনা তা আমার সঠিক জানা ছিল না। আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশু রোগ মক্তি কামনা করে দোয়া করিেআমাদের দেশমাতা যেন আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসতে পারে। ‎ ‎ ‎
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সফুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক আহম্মেদ রিপন, ইসমাহিল মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসান শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, মনোয়ার হোসেন শোখন, ১২ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিপলু, জাহাঙ্গীর সহ প্রমূখ।