ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এড. মাহফুজুর রহমান হুমায়ূন

154

 

পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসী, বিশ্বজুড়ে অবস্থানরত মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি স্তরের নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সভাপতি- রূপগঞ্জ উপজেলা বি.এ.নপি এড. মাহফুজুর রহমান হুমায়ূন।

বৃহস্পতিবার  ৫ জুন এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় রূপগঞ্জ উপজেলা বি.এ.নপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন  বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগের এক মহান বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। এই উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির অমলিন ধারা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন মানবকল্যাণে ব্রতী হতে পারি, এটাই হোক আমাদের প্রার্থনা।”

বার্তায় তিনি বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করে বলেন, “তাঁর সুস্থতা আজ আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর হৃদয়ের আকুতি। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি।” একইসাথে, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।

মাহফুজুর রহমান হুমায়ূন দেশবাসী ও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন এবং ত্যাগের এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার শপথ গ্রহণ করি এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই।”