স্টাফ রিপোর্টার :
ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর মঙ্গলবার তার বাসা থেকে আবদুল আউয়ালকে গ্রেফতার করা হয় বল জানিয়েছে তার পরিবার। গ্রেপ্তাার কালে তিনি অসুস্থ্য ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। পুলিশকে এসব বিষয় জানানো হলেও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আবদুল আউয়ালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিলো। তবে মামলার বাদী জানিয়েছে আউয়াল মেম্বার নিরপরাধী। তিনি এই ঘটনায় জরিত নন। কে বা কারা শত্রুতা করে তাকে মামলার আসামী করেছে।
এদিকে আউয়াল মেম্বারকে গ্রেফতার করার খবরে ইসদাইর এলাকাবাসীর মাঝে নেতিবাঁচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে আউয়াল মেম্বার ভালো মানুষ। তিনি কোনো হামলার সাথে জরিত নন। তারা তার মুক্তির দাবি জানিয়েছেন ।




