আজমেরী ওসমানের উদ্যোগে দাদা শামসুজ্জোহার স্মরণে দোয়া

176

 

আজমেরী ওসমানের উদ্যোগে দাদা একেএ শামসুজ্জোহার স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় এই আয়োজন করা হয়।

এ দোয়ায় অংশ নেয় রাজনৈতিক ও সামাজিত সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা। এরআগে ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়।

প্রয়াত একেএম শামসুজ্জোহা ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। মরহুম একেএম সামসুজ্জোহা এদেশের অন্যতম ঐহিত্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক এমএনএ

এসময় দোয়া পরিচালনা করেন, আল্লামা ইকবাল রোড জামে মসজিদের ইমাম মুফতি ওসমান গনি কাশেমী।দোয়ায় সামসুজ্জোহা সহ ভাষা সৈনিক নাগিনা জোহা, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হয় ।

দোয়ায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আজাহার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক নেতা এবং
বিশিষ্ট ক্যাবল ব্যবসায়ী আলী হায়দার শামীম।
আল্লামা উকবাল রোড মসজিদ কমিটির সভাপতি সামসুদ্দিন আহম্মেদ মোঃবাদশা মোঃ কাজি আমির, মো. নাসির, সুমন,মোঃ মনির হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রূপু
জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।