আজও মাঠে ছিলেন আজমেরী ওসমান

100

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের ২য় দিনেও অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে রাজপথে ছিলো নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। অন্যান্য দিনের ন্যায় এদিনও বিশাল হোন্ডা বাহিনী ও গাড়ি বহর নিয়ে শান্তি মিছিল করেন নারায়ণগঞ্জের এ যুব নেতা।

সোমবার (০৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক গুলোতে নেতাকর্মীদের নিয়ে মহড়া দেন আজমেরী ওসমান।

এদিন, প্রচন্ড গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নগরীতে দায়িত্বরত পুলিশ বাহিনীকে পানির বোতল উপহার দেন তিনি। এর আগে, কলেজ রোডস্থ বাসভবনের সামনে থেকে প্রায় অর্ধশত হোন্ডা ও ১০/১২টি গাড়িতে করে নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিলে বের হন আজমেরী ওসমান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, সানারপাড়, শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর, ঢাকা-নারায়ণগঞ্জ (আদমজী) সড়ক হয়ে চাষাড়ায় এসে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা-পঞ্চবটি) পুরাতন সড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।

আজমেরী ওসমানের সমর্থকরা জানান, বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে সোচ্চার রয়েছেন আমাদের নেতা। যে কোনো নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়াতে আমরা তার নেতৃত্বে মাঠে রয়েছি এবং থাকবো।