নগরবাসীর বিনোদনের নতুন দ্বার...

আইভীর হাত ধরে বদলে গেছে জল্লারপাড়’র চেহারা

335
আইভীর হাত ধরে বদলে গেছে জল্লারপাড়’র চেহারা

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে একেবারেই বদলে গেছে নগরীর জল্লারপাড় এলাকার চেহারা। দীর্ঘ সময় ধরে দখলদারদের দখলে থেকে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া লেকটিকে উদ্ধার করে দৃষ্টিনন্দর পার্কে পরিনত করেছেন আইভী। এখন এটি শেখ রাসেল পার্কের বর্ধিত অংশ হিসাবে বিবেচিত হচ্ছে।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, লেকের চারপাশে বিপুল সংখ্যক গাছ লাগানো হয়েছে যেগুলো দ্রুত বড় হচ্ছে। এরই মাঝে তৈরী হয়েছে এক মনোরম পরিবেশের। তাই এখানে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত আশপাশের এলাকা থেকে এসে জড়ো হচ্ছে বহু মানুষ।

জল্লারপাড় লেকে রাতের অপরূপ দৃশ্য

এ সময় লেক পাড়ে বসে আড্ডারত চার তরুনের কাছে লেকটি সম্পর্কে জানতে চাইলে তারা চার জনই জানান, তারা অত্যন্ত খুশী এবং প্রতিদিন বিকালে তারা এখানে আসেন সময় কাটাতে। তারা চারজনই নারায়ণগঞ্জ কলেজে লেখাপড়া করেন।

তাদের একজন বলেন, উন্নয়ন বলতে আমরা সাধারণত ইট পাথরের উন্নয়নকে বুঝি। আমরা মনে করি উন্নয়ন মানেই হলো রাস্তাঘাট আর ব্রিজ কালভার্টের উন্নয়ন। কিন্তু কোনো ইট পাথরের স্থাপনা না করেও যে কত বড় উন্নয়ন করা যায় সেটা করে দেখিয়েছেন আমাদের মেয়র আইভী।

নগরবাসীর বিনোদনের নতুন দ্বার উন্মোচিত

তারা বলেন, আমরা শুনেছি এখানে এক সময় একটি জলাশয় ছিলো। কিন্তু আমরা বড় হয়ে দেখেছি এই জায়গায় একটি বস্তি এবং ময়লার ভাগাড় গড়ে উঠেছিলো। এছাড়াও অনেকগুলো ঝুটের গোডাউন ছিলো। আর এসব করা হয়েছিলো জলাশয়টি ভরাট করে এবং অবৈধ ভাবে দখল করে। কিন্তু মেয়র আইভী এটা দখলমুক্ত করে পুনরায় খনন করেছেন এবং এই লেকটি গড়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃতির উন্নয়ন করা যায়। এখন লেকে স্বচ্ছ পানি থাকায় বহু লোক গোসল করেন। আর লেকের চারপাশে বসার জায়গা করায় বিকালে বহু মানুষ এখানে এসে বিশ্রাম নেন।

তাদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উন্নয়নটি হয়েছে সেটি হলো লেকের চারপাশে বিপুল পরিমান বৃক্ষ রোপন করেছেন। আর এই বৃক্ষগুলো এখন দ্রুত বড় হচ্ছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এসব বৃক্ষ ছায়া দেবে। তখন আরো পাল্টে যাবে পরিবেশ। শহরের মাঝখানে গড়ে উঠবে গাছপালার এক বিশাল উদ্যান। যেমনটি এরই মাঝে শেখ রাসেল পার্কে গড়ে উঠেছে। যার ফলে পর্যাপ্ত অক্সিজেনের যোগান পাবে এই শহরের মানুষ। তাই আমরা মেয়র আইভীর কাছে কৃতজ্ঞ। তিনি আসলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার পরিকল্পিত উন্নয়ন করে চলেছেন বলেও জানান তারা।