সংসদ নির্বাচন উপলক্ষ্যে কাশিপুরে আ.লীগের কর্মীসভা

321

 

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। “বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো” এ স্লোগানকে সামনে রেখে ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির আলম ফাতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদুর উদ্দিন জামানের সঞ্চালনায় অনুৃষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছেন তা থামাতে নানামুখী ষড়যন্ত্রে মেতেছে বিএনপি-জামাত ও তাদের দোষররা। এছাড়া, আন্তর্জাতিকভাবেও ষড়যন্ত্র হচ্ছে। তারপরও ইস্পাত কঠিন মনোবল নিয়ে ঠায় দাড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তৃণমূল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি, তাহলে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে হঠানোর শক্তি কারো নেই। তাই সকল বিভেত ভুলে আগামী ২ মাস রাজপথে থেকে বঙ্গবন্ধু কণ্যাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাবো, এই অঙ্গিকার করতে হবে আমাদের। এজন্যই আজকের এই কর্মীসভা।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা বলে বেড়ায় আওয়ামীলীগের নাকি জনসমর্থন নাই, লোকবল নাই। তাদেরকে দেখিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নেতৃত্বে আমরা কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সর্বদা মাঠে ছিলাম, আছি এবং থাকবো।

ইউনিয়ন আওয়ামীলীগের আইন সম্পাদক আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দুলাল, আওয়ামীলীগ নেতা আমির উল্লাহ রতন, ৭ নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা শামীম, ছাত্রলীগ নেতা মুন্না, কবির প্রমুখ।