নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
নগরীর ডিআইটিতে হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (র:) এর বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বাদ আছর ওরশ মোবারক উপলক্ষে হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (র:) এর মাজারে গিলাফ চড়ানো ও দোয়ার মাধ্যমে বাৎসরিক ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা সরদার, সদস্য মাসুদুর রহমান খসরু, মো. সায়েদুল ইসলাম শাকিল, মো. শফিকুল ইসলাম লিটন, মোঃ আজিজুর রহমান বাদল, আহসান উল্লাহ, ফরিদ হোসেন, মো. মহিউদ্দিন, ফরিদ হাওলাদার, মোঃ নুরুদ্দিন, কদম আলী মস্তান (রা:) মাজারের খাদেম মো. সানাউল্লাহ প্রমুখ।