খেলাধুলাই পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে: ওবায়েদ উল্লাহ 

100

বিজয় দিবসে উপলক্ষে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ১নং বাবুরাইল লেকপাড় সংলগ্ন মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ

উল্লাহ্। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল আলহাজ্ব মো. সাদেকুস সামাদ রিপন।

প্রধান অতিথি ওবায়েদ উল্লাহ্ তার বক্তব্যে বলেন, আজকে ১৬ই ডিসেম্বর। লক্ষ শহীদ রক্ত দিয়েছিলো এই বাংলার মাটিতে। আজকে তাদের স্বরনে মহান আল্লাহ্ তালার কাছে প্রার্থনা করি তাঁদের আত্মার শান্তি হোক । আমাদের এলাকার যুবক সমাজ আজকের এই খেলার আয়োজন করেছে, তাদেরকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আরও আগামীতে যেনো এরকম একটা খেলার আয়োজন করা হয়। কারন, এলাকায় মাদক জুয়ার আড্ডা খানা হয়ে যাচ্ছে। তোমাদের দ্বারাই এই সমাজ সুন্দর থাকবে, তোমরা যদি সুন্দর থাকো তাহলে এই সমাজকে সুন্দর করতে পারবো।

তিনি আরও বলেন, আজকে যারা এই অনুষ্ঠানের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সকল খেলোড়ারদেরকে শুভেচ্ছা জানাই। আগামীতেও তোমরা অংশগ্রহণ করবে এই আশা কামনা করি। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের রিপন আমার ভাতিজা বড় ভাইয়ের ছেলে এবং মুসা সাহেব এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আমরা আমাদের এই এলাকার যারা যুবক আছেন তাদের জন্য আমরা দোয়া করবো তারা যেনো এই সমাজের উন্নয়নের জন্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে এই কামনা করি।

রফিকুল ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল মোঃ তারেক আফজাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল মো: মামুনুন রশিদ মামুন ও বিশিষ্ট সমাজ সেবক ১নং বাবুরাইল মো: সালে মুসাসহ আরও অনেকে।