মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার যোগদান

12

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সভাপতি নূর মোহাম্মদ ও উপদেষ্টা সাইফুল ইসলাম মার্টিন এর নেতৃত্বে নেতাকর্মীরকে নিয়ে মহানগর বিএনপির মূল মিছিলে যোগদান করেছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় মহানগর বিএনপির এড. সাখাওয়াত ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে এ সময় আরও যোগদান করেন, জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা কাঊছার আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মো: শহিদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদীন মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলকাছ হোসেন, মো: পলাশ, মো: রানা, মাহমুদ উল্লাহ, মো: সুমন, মো: মাসুম, মো: এসহাক হোসেন, মো: তোফাজ্জল হোসেন সহ প্রমূখ।