বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সভাপতি নূর মোহাম্মদ ও উপদেষ্টা সাইফুল ইসলাম মার্টিন এর নেতৃত্বে নেতাকর্মীরকে নিয়ে মহানগর বিএনপির মূল মিছিলে যোগদান করেছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় মহানগর বিএনপির এড. সাখাওয়াত ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে এ সময় আরও যোগদান করেন, জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা কাঊছার আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মো: শহিদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদীন মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলকাছ হোসেন, মো: পলাশ, মো: রানা, মাহমুদ উল্লাহ, মো: সুমন, মো: মাসুম, মো: এসহাক হোসেন, মো: তোফাজ্জল হোসেন সহ প্রমূখ।