মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ আলমগীর হোসেনের অংশগ্রহন

152
মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ আলমগীর হোসেনের অংশগ্রহন

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বঙ্গবন্ধু কণ্যা, জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশালাকার মিছিল নিয়ে অংশগ্রহন করেন ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (০৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল।

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে ২নং রেল গেইট হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি এড. দুলাল, রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জি এম আরমান, শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।