ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এমপি খোকা

596

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

একুশ মানে মাথা নত না করা, এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে সালাম, জব্বার, রফিক, বরকত, সফিউরদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধার ঢালি ফুলে ফুলে ও বিনম্র কৃতজ্ঞতায়। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, রাষ্ট্র ভাষা বাংলা, যাদের ত্যাগ প্রেরণা হয়েছে বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার, সেই ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাসছেরুল হক দুলাল, সাধারন সম্পাদক আফজাল হোসেন, সহ সভাপতি আজিজুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক বাবু রিপন ভাওয়াল, মোঃ নুরুল ইসলাম, মোঃ রাজা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।