বন্দরে জনতার অকুন্ঠ সমর্থন ভালোবাসায় সিক্ত মাসুদুজ্জামান

78

স্টাফ রিপোর্টার :
গতকাল বিকালে বন্দর থানার সোনাকান্দা এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তার গনসংযাগে জনতার ঢল নামে। মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় তিনি বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন করেন এবং ধানের শীষে ভোট চান। হাজার হাজার মানুষ তার প্রতি অকুন্ঠ সমর্থন ব্যাক্ত করেন। এলাকার নারীপুরুষ নির্বিশেষ সকল মানুষ ঘর থেকে বেরিয়ে এসে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুত দেন। এ সময় প্রথমে তিনি দলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করলেও পরে খবর পেয়ে হাজার হাজার এলাকাবাসী এসে তার এই গনসংযোগে যোগ দেন। এ সময় এলাকার নারী-শিশু-যুবক-বৃদ্ধ সকল শ্রেনী পেশার মানুষকে এসে তাকে খুশীমনে বরন করে নিতে দেখা যায়। ফলে এসময় ওই এলাকার কয়েকজন মুরুব্বীর সাথে আলাপ হয়। ওই এলাকার বাসিন্দা জহির উদ্দিনের কাছে মাসুদুজ্জামান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা যতোদূর জেনেছি তিনি একজন বড় ব্যবসায়ী, ভালো মানুষ। তার কারখানায় হাজার হাজার মানুষ কাজ করে খায়। বিএনপিকে ভালোবাসেন বলে তিনি এবার দলের মনোনয়ন নিয়েছেন। যুবক বয়সে তিনি সরাসরি যুবদলের রাজনীতির সাথে জরিত ছিলেন। তাই মানুষ আস্তে আস্তে তার সম্পর্কে জানছে। তাই আমরা মনে করি এবার দল একজন যোগ্য লোককেই মনোনয়ন দিয়েছে। তাই আমরা এই বিএনপির প্রার্থীকেই ভোট দেবো। এলাকায় তার জনসমর্থন বেশ ভালো। তিনি বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ।
একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ওই এলাকার ফলের দোকানদার মিজানুর রহমান মিজান। তিনি বলেন, আমরা চাই এলাকার উন্নয়নে মানুষের জন্য যে কাজ করবে এমন প্রার্থী। আমরা তার সম্পর্কে জেনেছি। এই এলাকায় সব সময়ই বিএনপির ভোট বেশি। তাই দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকেই ভোট দেবো। তিনি আরো বলেন, মাসুদুজ্জামান সাহেব আজ আমাদের এলাকায় এসেছেন। বহু মানুষ তার সাথে যোগ দিয়েছে। দেখেছি বেশ বড় মিছিল হয়েছে। সবাইতো তাকে ভালোই বলছে। একজন ভালো মানুষকে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা আশা করছি তিনি নির্বাচিত হলে আমরা শান্তিতে ব্যবসা বানিজ্য করতে পারবো এবং বসবাস করতে পারবো। তিনি বলেন এলাকায় কিছুটা সন্ত্রাস আর মাদক ব্যবসা বেড়েছে। আশা করছি জনাব মাসুদুজ্জামান এমপি হলে এসব দিকে নজর দেবেন। তিনি এবার জয়ী হবেন ইনশাআল্লাহ।
এদিকে মাসুদুজ্জামানের গনসংযোগের পর এডভোকেট আবুল কালাম সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তাকে নিয়েই কথা বলতে চাই। কালাম সাহেবকেতো মনোনয়ন দেয় নাই। তাই তাকে নিয়ে কিছু বলতে চাই না। তাছাড়া কালাম সাহেবের চাচাতো ভাই মুকুল সাহেব দলীয় প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে মাঠে নেমেছেন। তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো। কালাম সাহেবতো তাকে দলে ফিরাতে পারেন নাই। মাসুদুজ্জামান ফিরিয়েছেন। তাই আমরা মাসুদুজ্জামানকেই ভোট দেবো। তিনি বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ।