প্রয়াত কমিশনার জাহাঙ্গীর স্মরণে মন্টি’র দোয়া

197
সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম স্মরণে মন্টির দোয়া

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, মহানগর যুবদলের সাবেক আহবায়ক ও শহর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাহাঙ্গীর আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকালে বাদ আসর দেওভোগ বড় জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজেম হোসেন মন্টির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

এসময় প্রয়াত জাহাঙ্গীর কমিশনারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, শ্রমিকদল নেতা সজল, যুবদল নেতা মোতালেব হোসেন প্রমুখ।