প্রয়াত ও অসুস্থ ৬ সাংবাদিক পেলো আর্থিক অনুদান

274

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে বলিষ্ঠ ভুমিকা পালন করে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন তথা এনএউজে। এরই ধারাবাহিকতায় প্রয়াত ৪ সাংবাদিকের পরিবার ও দুইজন অসুস্থ সাংবাদিকের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রয়াত সাংবাদিক অনিক, প্রয়াত ফটো সাংবাদিক নাদিম ও প্রয়াত ফটো সাংবাদিক রনির পরিবারের প্রত্যেকের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন তিনি। একইসাথে প্রয়াত ফটো সাংবাদিক নয়ন, অসুস্থ সাংবাদিক জয় ও সুলতানের হাতে পঞ্চাশ হাজার করে দেড় লক্ষ টাকার তিনটি চেক তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।

এনএইজে’র সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মডেল ডি ক্যাপিটাল’র ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, এড. মাহবুবুর রহমান মাসুম, দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক-প্রকাশক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, হাসানুজ্জামান শামীম, বর্তমান সভাপতি খন্দকার শাহ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

এর আগে, বক্তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার আহবান জানান।