মহানগর বিএনপির গণমিছিলে আব্দুল আউয়াল মিন্টু...

প্রধানমন্ত্রীর অপরাধের কথা বলে শেষ করা যাবে না

110
প্রধানমন্ত্রীর অপরাধের কথা বলে শেষ করা যাবে না

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকারের হাত থেকে দেশবাসীকে মুক্তি দেয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে পদত্যাগ করার যে এক দফা দিয়েছে তা সফল করা দেশের আপামর জনতার ঈমানী দায়িত্ব। বর্তমান সরকার যদি পদত্যাগ করে তাহলে ভালো, তা নাহলে ফয়সালা রাজপথেই হবে বলে জানান তিনি।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিলপূর্ব সভায় কথা বলেন মিন্টু।

সরকার পতনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ গণমিছিলের আয়োজন করে। মিছিলকে কেন্দ্র করে প্রতিবাদী ব্যানার আর প্ল্যাকার্ড হাতে দলটির নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল রাজপথ। নগরীর খানপুর থেকে শুরু হওয়া এই গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই এক দফা দাবি সফল করা দেশের আপামর জনতার ঈমানী দায়িত্ব। যেহেতু বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই জনসাধারণের পক্ষে আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি। কারণ আওয়ামীলীগ আর এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা কি সেটা আপনারা সকলেই ভালো জানেন। এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বার বার জানতে চান, কেন সবাই তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, কি অপরাধ করেছেন তিনি। অথচ তার অপরাধের কথা বলা শুরু করলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু অপরাধ শেষ হবে না।

এফবিসিসিআই’র সাবেক এ সভাপতি বলেন, মানুষের ভোটাধিকার হরণ করেছেন, সামাজিক ব্যবস্থাকে ধ্বংশ করেছেন, দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি, মানুষের বাচাঁর অধিকার সব আপনি ধ্বংশ করেছেন। ক্ষমতায় আছেন তো তাই কোনো কিছুকেই অপরাধ মনে হয় না। ক্ষমতায় যখন থাকবেন না তখন দেখবেন কতো কোটি কোটি অপরাধ আপনি করেছেন দেশের মানুষের সাথে।

তিনি আরও বলেন, অনির্বাচিত এ সরকার প্রধান সংসদে কতগুলো গুন্ডাকে বসিয়ে আইন পাশ করছেন। এসব আইন অবৈধ। তারা তো শুধু লুটপাট আর দুর্ণীতি বুঝে। তিনি ক্যাঙ্গারু আদালত করেছেন, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে তিনি মানুষের ভোটাধিকার হরণ করেছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় গণমিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এছাড়া, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

এ ছাড়া বেগম জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত শনিবারের পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন মহানগর বিএনপি নেতারা।