নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জামাল হােসেনের মা,না ফেরার দেশে চলে গেলেন।
শুক্রবার (২৫ অক্টোবর ) রাত তিনটায় নাসিক ১৪ নং ওয়ার্ড নন্দীপাড়া তার নিজ ভাবনে মৃত্যু হয়।
মমতাময়ী মায়ের কোলজড়ানো অমৃতসুখের সন্ধান কেউ দিতে পারে না। সমবেদনা, বহুবিধ সুখ, শান্তি, জ্ঞানের দীপ্তি পৃথিবীতে দান করার মতো অনেকেই থাকে। কিন্তু সন্তানের জন্য কেউ মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালবাসা, স্নেহ আশীর্বাদ দিতে পারে না। পৃিথবীতে মায়ের কোনো বিকল্প নেই।
সৃষ্টির প্রারম্ভ থেকে সমস্ত বিশ্বাস, জনশ্রুতি, চরিত্রনীতিতে নিঃস্বার্থ ভালবাসার সর্বশ্রেষ্ঠ নিরাপদ আশ্রয় একমাত্র মা। পৃথিবীর আর কোথাও এত সুখ, এত আনন্দ, এত ভালবাসা নেই।
দুনিয়ার জীবনে সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা। যার বাবা-মা বেঁচে নেই দুনিয়তে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়।