স্টাফ রিপোর্টার
আগামীকাল প্রতিক বরাদ্ধ পাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থীরা সহ সারা দেশের প্রার্থীরা। তাই প্রতিক বরাদ্ধ পাওয়ার পরপরই শুরু হবে ব্যাপক প্রচারনা। এরই মাঝে প্রচারে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনির হোসাইন কাসেমী, তারপর রয়েছেন আলহাজ¦ মোহাম্মদ শাহআলম এবং আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন। এরই মাঝে এই আসনের সকল ভোটারকে মোবাইল ম্যশেজ পাঠিয়ে সকলের চেয়ে এগিয়ে আছেন গিয়াস উদ্দিন।
এই আসনে জয়ী হবেন কে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে যে চিত্র পাওয়া গেছে তাতে অনেকেই বলছেন আসনটিতে মূল লড়াই হবে মনির হোসাইন কাসেমীর-শাহআলম এবং গিয়াস উদ্দিনের মাঝে। কিন্তু শাহআলম সাম্প্রতিক সময়ে প্রচারনায় পিছিয়ে পরছেন। এটা ঠিক যে এই মুহুর্তে তিনি সবার চেয়ে জনপ্রিয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েছে। কারন তার প্রচার কৌশল কিছুটা অগোছালো মনে হচ্ছে এবং তার প্রতি আগ্রহ হাড়াচ্ছে গণমাধ্যম।
বিপরিতে গিয়াস উদ্দিন প্রচার কৌশলে এগিয়ে থাকলেও তিনি দুই আসনে নির্বাচন করায় কোন আসনে প্রাধান্য দেন সেটাই এখন দেখার বিষয়। এছাড়া তিনি যেহেতু কোনো দলের শীর্ষ নেতা নন তাই দুই আসনে নির্বাচন করে তিনি কতোটা সফল হবেন সেই প্রশ্ন রয়েছে সচেতন মহলে। অনেকে মনে করেন তিনি যদি যেকোনো একটি আসনে নির্বাচন করতেন তাহলে তিনি নি:সন্দেহে ভালো করতেন। তাই তিনি যদি কেবলমাত্র এই আসনে নির্বাচন করতেন তাহলে গোটা আসনটিকে নাচিয়ে তুলকে পারতেন বলে অনেকে মনে করেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী এই আসন এলাকার সর্বজন মুরুব্বী হিসাবে পরিচিত। তবে তার সমর্থকরা সাইল্যান্ট। একটি নিরব সমর্থন হয়তো তার প্রতি রয়েছে। তাই প্রচার নিয়ে মাঠে নামলেই বুঝা যাবে তার অবস্থান কি?
এদিকে এনসিপির প্রার্থীর পক্ষ্যে যদি জামায়াত সহ দশ দলের নেতাকর্মীরা আন্তরিক ভাবে মাঠে নামেন তাহলে তিনিও প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন। শাপলা কলি প্রতিক নিয়ে তিনি মাঠে নামতে যাচ্ছেন। তাই দশ দলের নেতাকর্মীরা যদি আন্তরিক ভাবে মাঠে নামেন তাহলে তিনি হতে পারেন আরো একজন শত্ত প্রতিদ্বন্দ্বী।
এছাড়া চরমোনাই পীরের দলের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। চরমোনাই এর মুরিদরাই তার ভোটার। তাই কেবল মাত্র মুরিদদের ভোটে জয়ী হওয়া যাবে কিনা সেই প্রশ্ন রয়েছে।
তাই সব কিছু মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে অন্তত ছয়জন প্রার্থীর মাঝে ভোট ভাগ হবে। তবে এখন পর্যন্ত ভোটের মাঠে এগিয়ে রয়েছেন কাসেমী এবং শাহআলম। তবে আগামী বিশ দিনের নির্বাচনী কৌশল এবং প্রচার কৌশলে বুঝা যাবে কে জয়ী হবেন। ##




