নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
স্বাক্ষর জাল করে দলিল জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টা, বিক্রির নামে প্রতারণাসহ একাধিক অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
মামলা সুত্রে জানা যায়, মো. আজিজুর রহমান মিঠু নামে জনৈক ব্যক্তি মামলাটি দায়ের করেন। গিয়াস উদ্দিন চৌধুরী তাদের পারিবারিক দলিল লেখক ছিলেন। সে সুযোগে স্বাক্ষর জাল করে ভুয়া দলিল তৈরি করে নাসিক ১৮নং ওয়ার্ডস্থ বাদির সাড়ে ১৪ একর জায়গা প্রতারণার মাধ্যমে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়। একইসাথে এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাদিকে প্রাণনাশের হুমকি দেয়।
আরও জানা যায়, ‘গত ৮ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করে বাদীপক্ষ। মামলা দায়েরের পর বুধবার গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালতে তাকে জেল হাজতে প্রেরণ করে।
এছাড়াও তার বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
উল্লেখযোগ্য অভিযোগগুলো হচ্ছে- গত রমজানে জাল দলিলের মাধ্যমে সরকারী রাজস্ব ফাকি দেয়ার অপরাধে তার ভেন্ডার লাইসেন্স বা দলিল লেখকের লাইসেন্স বাতিল করা হয়।
বন্দর র্যালি ও আমিন এলাকায় জাল দলিল ও স্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে স্থানীয়দের কাছে ক্ষমা চেয়ে পাড় পান এ যাত্রায়।