স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ-৪ আসনে শেষ মুহুর্তে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তুমুল লবিং। এই মুহুর্তে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত চারজন প্রার্থী ঢাকায় ব্যাপক লবিং করছেন বলে জানা গেছে। এরা হলেন, জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমী, মশিউর রহমান রনি, আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন এবং আলহাজ্ব মোহাম্মদ শাহআলম। তবে জোটের প্রার্থী হিসাবে মনির হোসাইন কাসেমী মনোনয়ন পেলে জয়ী হতে পারবেন কিনা এটা নিয়ে বিএনপির কেন্দ্র সন্দিহান হয়ে পরেছে। কারন তাকে মনোনয় দিলে এখানে তার চেয়ে জনপ্রিয় প্রার্থী হিসাবে কেউ না কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন। আগেই মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন এং শাহআলম ঘোষনা দিয়ে রেখেছেন এখানে বিএনপি যদি নিজ দল থেকে কোনো প্রার্থী না দেয় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী হবেন। তার মানে তারা কাসেমীকে মনে করেন অজনপ্রিয় দূর্বল একজন প্রার্থী। বিএনপির নেতাকর্মীরা কেউ তার পাশে নেই। শুধু তাই নয় এরই মাঝে বিএনপির কেন্দ্রে চিঠি দিয়ে জানানো হয়েছে যে মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দিলে আসনটি হারাবে বিএনপি। কারন এটা বিএনপির ঘাটি হলেও এখানকার ভোটাররা তাকে যোগ্য প্রার্থী মনে করেন না। যা কিনা এরই মাঝে সোস্যাল মিডিয়ায় এবং সাধারন মানুষের প্রতিক্রিয়ায় প্রকাশ পেয়েছে। তাই বিএনপির নীতিনির্ধারক মহল এখন বিএনপি থেকেই কাউকে মনোনয়ন দেয়ার কথা ভাবছেন। আর এদের মাঝে সবার চেয়ে এগিয়ে রয়েছেন মশিউর রহমান রনি। জানা গেছে বিএনপি থেকে মনোনয়ন দিলে রনিই পাবেন এই মনোনয়ন। এছাড়া গিয়াস উদ্দিন এবং শাহআলমও যেকোনো মূল্যে আসনটির মনোনয়ন পেতে চাইছেন বলে জানা গেছে। তাই আজকালের মধ্যেই কে পাচ্ছেন আসনটির মনোনয়ন সেটা চূড়ান্ত হচ্ছে বলে জানা গেছে। ##




