দেশনায়ক’ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশবাসীকে যুবদল নেতা জোসেফের শুভেচ্ছা…

28

 

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন ‘দেশনায়ক’ তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়া জননেতা তারেক রহমান অবশেষে বীরের বেশে মাতৃভূমিতে ফিরছেন। এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির ফিরে আসা নয়, বরং এটি বাংলাদেশের হারানো গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে পাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা।

শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা জোসেফ আরও উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনব্যবস্থা ও হাজারো ষড়যন্ত্র তারেক রহমানকে দেশপ্রেমিক জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তিনি প্রবাসে থেকেও দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য নিরলস সংগ্রাম করে গেছেন। আজ তার আগমনের খবরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আনন্দের জোয়ার বইছে।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর। তার এই আগমনে জাতীয়তাবাদী শক্তি আজ আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে প্রিয় নেতাকে স্বাগতম জানাই এবং দেশবাসীকে এই আনন্দের মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি।”

পরিশেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।