পবিত্র শবে- বরাত উপলক্ষে দেওভােগ বড় জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭মার্চ) বাদ এশা দেওভােগ বড় জামে মসজিদে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিল শেষে মুসল্লিদেও মাঝে নেওয়াজ বিতরন করেন মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ্ব মনােয়ার হােসেন মনা সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি এডভোকেট,মোঃ বাবুল,
মসজিদ কমিটির সদস্য মােঃরফিক, মােঃআজীজুল হক, মােঃ আলমগীর, মােঃ মিঠু, মুল্লুক চান। আরও উপস্থিত ছিলেন , হাজী সাহিন, মোঃ মুরাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন মন্টি, খলিলুর রহমান সোহেল, মোঃজাকির হোসেন সেন্টু সহ এলাকার স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




