ডাক বাংলোর দেয়াল ১০ ফুট ভিতরে সরিয়ে নেয়া হবে

177
জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির প্রথম সভা

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক তথা নারায়ণগঞ্জ টু পোস্তগোলা সড়কের পাশে অবস্থিত জেলা পরিষদের সদর ডাক বাংলোর দেয়াল সরিয়ে ১০ ফুট ভিতরের দিকে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক নিয়োগের পর পূর্ণাঙ্গ পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত উন্নয়ন কর্মকান্ড গ্রহন ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আজ এ কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে, যাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কটি বেশ চিপা হওয়ায় সড়কটিতে ব্যাপক যানজট লেগে থাকাসহ বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে। তাই জনস্বার্থে, সড়কের দিকে ডাক বাংলোর যে ওয়ালটা আছে তা ১০ ফুট সরিয়ে ভিতরের দিকে দেয়া হবে, যাতে রাস্তাটা বর্ধিত করা যায়।

অন্যান্য সিদ্ধান্তগুলোর বিষয়ে মাহমুদুর রহমান বলেন, সারা বাংলাদেশের ন্যায় আমরাও জাকজমকপূর্ণভাবে ও সাড়ম্বর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধন পালন করতে চাই। সেক্ষেত্রে জেলা প্রশাসন যে আয়োজন করেছে তাতে আমরাও অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, তিনটি উপজেলার উন্নয়নের লক্ষ্যে তিনজন সংসদ সদস্য বরাবরে জেলা পরিষদের নিকট আড়াই কোটি টাকার বরাদ্দ এসেছে মন্ত্রণালয় থেকে। উনারা (এমপিরা) প্রজেক্ট প্রপোজাল দিবেন, সেটি আমরা কিভাবে বাস্তবায়ন করবো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া, চলতি অর্থ-বছরে জেলা পরিষদের কিছু প্রকল্প ছিলো যেগুলো অনুমোদন দেয়া হয় নাই। সেই প্রকল্পগুলো কিভাবে আবার আনা যায় সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির আজকের সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফাতেমা তুল জান্নাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত-এ-খুদা, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান,

আরও উপস্থিত ছিলেন তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম, আড়াইহাজার পৌরসভার সচিব তাসলিমা আক্তার, গোপালদী পৌরসভার সচিব বদরুজ্জামান, কাঞ্চন পৌরসভার সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।