নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ: টানা ৯ দিনেও নারায়ণগঞ্জে করোনায় কেউ আক্রান্ত হয়নি। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া এ্যাক্টিভ কেইসের সংখ্যাও কমেছে। বতর্মানে এ্যাক্টিভ রোগীর সংখ্যা মাত্র ৪ জন।
তবে ২৪ ঘণ্টায় ১৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হলেও কারো দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিসের দেয়া বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যে আরও জানা গেছে, সবশেষ গত ২৯ মার্চ ৪ জন করোনা রোগী সনাক্ত হয়। এরপর আর করোনায় আক্রান্ত হবার খবর মেলেনি।
সিভিল সার্জন অফিস আরও জানায়, জেলায় এখনও এ্যাক্টিভ কেইসের সংখ্যা ৪ জন। প্রায় দেড় মাস আগে ফেব্রুয়ারির ১৮ তারিখে এ সংখ্যা ছিলো ৫৯২ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৩৪৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ৩০ হাজার ৯ জন। গতকাল পর্যন্ত এ জেলায় মোট ২ লাখ ৪৪ হাজার ৪১৬ জন ব্যক্তির করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।