জীবন দিয়ে হলেও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো : সদর ওসি

127

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেছেন, সড়কে নাশকতার চেষ্টা করে কেউ পার পাবে না। কেউ যদি সরকারী কোনো সম্পত্তি, জনগনের জানমালের কোনো ক্ষতি করতে চায় তাহলে আমরা পুলিশ আমাদের জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিহত করবো এবং আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) সকালে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গণমাধ্যমের সাথে আলাপাকালে একথা বলেন সদর থানার এ কর্মকর্তা।

জানা গেছে, হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৮টায় মিছিলের জন্য জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় মিছিল নিয়ে বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশকে লক্ষ্য ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও টিয়াল শেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টার এই সংঘর্ষে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন সদর ওসি আনিুচর রহমান। এসময় তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতির চেষ্টা করলে আমরা তাদের বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা রাবার বুলেট ও টিয়াল শেল নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেই। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। তবে, কেউ যদি সরকারী কোনো সম্পত্তি, জনগনের জানমালের কোনো ক্ষতি করতে চায় তাহলে আমরা পুলিশ আমাদের জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিহত করবো এবং আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি।

পরে, সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে মিশনপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াকের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলের খবরে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে ও সড়কে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।