জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আকরাম হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া

175

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি নয়াপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে,নাঃগঞ্জ সদর থানা যুবদল নেতা মোঃ আকরাম হোসেন এর, উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এ সময় মহানগর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।