“জাকির খান প্রসঙ্গে যা বললেন তার এক সময়ের সহযোদ্ধারা”

904
“জাকির খান প্রসঙ্গে যা বললেন তার এক সময়ের সহযোদ্ধারা”

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান দীর্ঘ সময় পর দেশে ফিরে এসে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার খবরে নড়েচড়ে বসেছে নারায়ণগঞ্জ বিএনপি। তার গ্রেফতারের খবরে নিন্দা জানিয়েছেন খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপিও। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মুক্তির দাবিতে সোচ্চার রয়েছে জনপ্রিয় সাবেক এ ছাত্রনেতার কর্মী-সমর্থকরা।

বিএনপি নেতারা মনে করেন, তৎকালীণ সময়ে জাকির খান নি:সন্দেহে নারায়ণগঞ্জের তুমুল জনপ্রিয় একজন ছাত্রনেতা ছিলেন। দেওভোগসহ সমগ্র জেলায় রয়েছে তার বিশাল কর্মীসমর্থক। দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকলেও আন্দোলন-সংগ্রাম বা দলীয় যে কোনো কর্মসূচীতে তার অনুসারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাদের মতে, ব্যাপক জনপ্রিয় সাবেক এ ছাত্রনেতা আইনী জটিলটা থেকে বের হয়ে আসতে পারলে হারানো জৌলুস ফিরে পাবে নারায়ণগঞ্জ বিএনপি এমনটাই মনে করে তার একসময়ের সহযোগী ও সহযোদ্ধারা।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জাকির খানকে গ্রেফতার করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে ইতিমধ্যেই আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছি।

আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন বলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিশাল একটি কর্মীবাহিনী রয়েছে। জাকির খান যদি আইনী জটিলতা তথা মামলা-মোকদ্দমা শেষ করে ফিরে আসতে পারে তাহলে নারায়ণগঞ্জ বিএনপি তার হারানো জৌলুস ফিরে পাবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, গত চৌদ্দ বছরে যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা ও গায়েবী মামলা হয়েছে তাতে বলার আর কোনো অপেক্ষা রাখেনা যে এই সরকার কিভাবে বিএনপির উপর অত্যাচার করছে। এছাড়া, একজন পলাতক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরবে এটা আমার কাছে যুক্তিসঙ্গত হচ্ছেনা বলে জানান তিনি।

আহবায়ক কমিটির আরেক সদস্য ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, জাকির খান যখন ছাত্রদলের সভাপতি ছিলো তখন আমি সিনিয়র সহ-সভাপতি পদে ছিলাম। নি:সন্দেহে তার একটি বিশাল কর্মী বাহিনী আছে, জাকির খান রাজনীতিতে ফিরে আসতে পারলে তার কর্মী-বাহিনী আরও বেশী চাঙ্গা হবে বলে আমি মনে করি। এছাড়া, নারায়ণগঞ্জ বিএনপিও আরো শক্তিশালী হবে বলে মনে করেন এ নেতা।

আহবায়ক কমিটির সদস্য রিয়াদ মো: চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিএনপি নেতা আলাউদ্দিন খন্দকার শিপনসহ নারায়ণগঞ্জ বিএনপির প্রায় সকলেই জাকির খানের গ্রেফতারের বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রিয়াদ মো. চৌধুরী বলেন, একসময় তার সাথে রাজনীতি করেছি। তবে দীর্ঘ সময় তিনি রাজনীতিতে ছিলেননা। তাই বর্তমানে তার বিষয়ে অধিকতর কিছু বলতে পারছিনা। তবে জাকির খানই হোক বা বিএনপির যে কোনো কর্মীই গ্রেফতার হোক না কেন আমরা গ্রেফতারের নিন্দা জানাই।