জাকির খানকে নিয়ে টানাটানি

76
জাকির খানকে নিয়ে টানাটানি

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কারাবন্দী নেতা জাকির খানকে নিয়ে দুই গ্রুপের মাঝে চলছে টানাটানি। এক দিকে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অপরদিকে এডভোকেট আবুল কালাম ও তৈমুর আলম খন্দকার গ্রুপও তাকে নিজ বলয়ে নিতে চাইছেন। তবে শেষ পর্যন্ত জাকির খান কোন দিকে যাবেন সেই প্রশ্ন রয়েছে।

সূত্রমতে, জাকির খানের অনুসরীরা তাদের দু:সময়ে এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে পাশে পেয়েছিলেন। বিগত বহু বছর তাদেরকে এড. সাখাওয়াতের সাথে রাজনীতি করতে দেখা গেছে। এক কথায় জাকির খানের অবর্তমানে তার কর্মী সমর্থকদের আগলে রেখেছিলেন এই সাখাওয়াত। তাই তিনি চান জাকির খান তার পাশে থাকুক। নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা জাকির খানের সমর্থন চান সাখাওয়াত। তিনিও তার পাশে দাড়াতে চান।

কিন্তু এ ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। মূলত টিপুর সাথে জাকির খানের পুরোনো বিরোধ রয়েছে। সেই বিরোধ এখনও ভুলেননি টিপু। তাই তিনি কিছুতেই চান না জাকির খান মহানগর বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠা পাক। কিন্তু বাস্তবতা হলো কারাবন্দী জাকির খান এখনো নারায়ণগঞ্জের রাজনীতিতে বিরাট ফ্যাক্টর। তাই সাখাওয়াতের সাথে জাকির খানের এক ধরনের ঐক্য প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অপরদিকে, জাকির খানকে নিজেদের বলয়ে নিতে উঠেপড়ে লেগেছেন এডভোকেট আবুল কালাম এবং এডভোবেট তৈমুর আলম খন্দকার গ্রুপ। যদিও সাব্বির আলম হত্যাকান্ডের এক নম্বর আসামী হিসাবে জাকির খানের সাথে এডভোকেট তৈমুর আলম খন্দকারের কতোটা সখ্যতা গড়ে উঠবে এ নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে। কারন আজও হয়নি সাব্বির আলম খন্দকার হত্যাকান্ডের বিচার।

কিন্তু তারপরেও আপাতত সাখাওয়াত ও টিপুকে ঠেকাতে জাকির খানকে কাছে টানছেন এই গ্রুপ। বিশেষ করে এডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা, জাকির খান এবং তার সমর্থক নেতাকর্মীদের সাথে জোরালো ভাবে যোগাযোগ করছেন এবং তারা দাবি করছেন জাকির খান তাদের সঙ্গেই রয়েছেন। যদিও জাকির খানের পক্ষ্য থেকে এই ধরনের কোনো বক্তব্য বা ইঙ্গিত পাওয়া যায় নাই।

তাই শেষ পর্যন্ত তিনি কোন দিকে যাবেন সেটা একান্তই তার নিজের ব্যাপার। তবে তাকে নিয়ে যে দড়ি টানাটানি চলছে এতে কারোই কোনো সন্দেহ নেই।