জমে উঠেছে প্রচারণা ব্যাপক সাড়া পাচ্ছে- ইবনে মুহাম্মদ আল কাওছার।

81

 

আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ব্যাপক সাড়া পাচ্ছে
বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ আমির আমজার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সুপরিচিত কাওছার হোসিয়ারী মালিক।ইবনে মুহাম্মদ আল কাওসার। আপনাদের কাছ থেকে দোয়া ও ভোট প্রার্থনা চাইলেন।স্বতন্ত্র হোসিয়ারী ঐক্য মালিক ফোরাম মালিক মনোনীত এসোসিয়েট গ্রপের পরিচালক পদে ইবনে মুহাম্মদ আল কাওছার। যার ব্যালট নং-৪।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উকিল পাড়া  নয়ামাটি ও থানা পুকুরপাড় হোসিয়ারী মার্কেটগুলোতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করনে পরিচালক পদে (স্বতন্ত্র )ব্যালট নং-৪ ইবনে মুহাম্মদ আল কাওছার

এ সময়ে তার সঙ্গে বিভিন্ন হোসিয়ারীর মালিকরা উপস্থিত ছিলেন।