জেলা যুবদলকে নিয়ে চ্যালেঞ্জে খোকন রনি

# নির্বাচন পূর্ব আন্দোলনকে সামনে রেখে দল গুছাতে চাই : মশিউর রহমান রনি

254
চ্যালেঞ্জে খোকন-রনি

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ :

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকনকে আহবায়ক এবং জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তা ইতিধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে স্বাধীণতা দিবস ও জাতীয় দিবসে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের ইতিহাসের সবচেয়ে বড় র‌্যালি করেছে নতুন এ আহবায়ক কমিটি।

একইসাথে তারা, জেলা ব্যাপী বিভিন্ন থানা এবং ইউনিয়ন কমিটি করার জন্য ব্যাপক তৎপরতা শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলায় যুবদলকে অতীতের যেকোনো সময়ের তুলনায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত সদস্য সচিব মশিউর রহমান রনি।

মশিউর রনি সম্পর্কে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, তিনি এরই মাঝে দলের দু:সময়ের একজন ত্যাগী নেতা ও দেশ প্রেমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। নানা রকম জেল-জুলুম, হামলা-মামলা কোনো কিছুর কাছেই তিনি মাথা নত করেননি। ছাত্রদলের নেতৃত্বে থাকাকালে দলের পক্ষে কথা বলার কারনে বার বার মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন তিনি।
কিন্তু বারবার জেল জুলুমের পরেও হার মানেনি রনি। ছাত্রদলকে একটি শক্তিশালী অবস্থানে রেখে গিয়েছেন মশিউর রহমান রনি। তাই এবার তিনি জেলা যুবদলকেও একটি শক্তিশালী অবস্থান নিয়ে যেতে সক্ষম হবেন বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে আলাপকালে মশিউর রহমান রনি বলেন, দেশের মানুষের জন্য রাজনীতি করি। তাই সকল প্রকার জুলুম অত্যাচারকে মেনে নিয়েই রাজনীতি করি। আপনারা জানেন বর্তমান সরকার কিভাবে জোর করে বছরের পর বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দেশের মানুষের কোনো ভোটের অধিকার নেই, নেই কোনো কথা বলার অধিকার। প্রশাসন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এমন কি মিডিয়াকেও ধ্বংস করেছে এই সরকার। তাই সরকারের সকল প্রকার দূর্ণীতি লুটপাটের কুফল ভোগ করছে গোটা জাতি।

তিনি বলেন, এক কেজি চালের দাম এখন সত্তর টাকা, পৌনে দুই’শ টাকায় কিনতে হয়েছে এক লিটার সয়াবিন তেল। আর গরুর মাংস খাওয়াতো দেশের মানুষ ভুলেই যাচ্ছে। তাই আমরা মনে করি অনেক হয়েছে, আর নয়। এই সরকার আর বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি সহ ছাত্রদল, যুবদল সর্বাত্বক প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা যতো তাড়াতাড়ি সম্ভব জেলা যুবদলকে আরো শক্তিশালী করবো এবং শক্ত সাংগঠনিক ভিত্তির উপর দাড় করাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা আশা করি সরকার আগামী নির্বাচনের আগে পদত্যাগ করবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকারে অধিনে নির্বাচনের ব্যাবস্থা করবে। অন্যথায় সারা দেশে তুমুল গণআন্দোলন গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জেও আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাই আমরা প্রত্যেকটি থানায় এবং পৌর সভায় যুবদলকে যতো তাড়াতাড়ি সম্ভব শক্তিশালি সাংগঠনিক ভিত্তি দেবো ইনশাআল্লাহ।